কোভিডে প্রশিক্ষণ বন্ধ, কাজ ভুলছে পুলিশ কুকুরেরা?
প্রশিক্ষণের সময়ে কেউ মাটিতে বসে পড়ছে। কেউ আবার ছুটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে। প্রশিক্ষকের কথা না শোনা বা প্রশিক্ষণের নিয়মকানুন ভুলে যাওয়ার মতো প্রবণতাও দেখা যাচ্ছে কারও কারও মধ্যে।
কোভিডের কারণে টানা আট মাস প্রশিক্ষণ বন্ধ ছিল। আর সে কারণেই পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের পুলিশ কুকুরদের মধ্যে এমনই শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দিচ্ছে। সম্প্রতি তাদের প্রশিক্ষণ শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে, সেই পুলিশ কুকুরদের অনেকেই শারীরিক ভাবে ততটা সক্ষম নেই। এমনকি, বহু দিনের অনভ্যাসে প্রশিক্ষণের নিয়মকানুনও ভুলতে শুরু করেছে তারা।