ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বেড়ে ২৮ ফেব্রুয়ারি

ইত্তেফাক ভারত প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ০৭:২৩

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তালিকাভুক্ত বিশেষ বিমানগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকরী হবে না। কোভিডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ডিজিসিএ তাদের নতুন নির্দেশিকায় বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে নির্ধারিত কিছু রুটে আন্তর্জাতিক বিমান চালাতে পারে। মহামারীর জন্য গত বছরের ২৩ মার্চ থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল ভারতে বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও