![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fb69b42c4-84c9-489f-a458-1e4204fdb8ae%252FCTG.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
বিদ্রোহী ৮ বিজয়ীর ৫ জনই নাছিরের অনুসারী, মহিবুলের ১
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আটজন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আর একজন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।