হাসপাতাল জীবাণুমুক্ত করা জরুরি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৩০
করোনাকালে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে হাসপাতাল বা ক্লিনিকের ওয়ার্ড এবং এর আশপাশের জায়গা সঠিকভাবে জীবাণুমুক্ত না হওয়া। আবার স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আক্রান্ত হতে পারেন সাধারণ রোগীরা।
নিম্নমানের সুরক্ষা সামগ্রী ছাড়াও হাসপাতাল থেকে করোনা সংক্রমণের একটি কারণ হলো বায়োসেফটি-সংক্রান্ত প্রশিক্ষণের অভাব। হাসপাতাল, আরটিপিসিআর ল্যাব ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেগেটিভ প্রেশার রুম ও সঠিকভাবে বায়ো হ্যাজার্ড রক্ষণাবেক্ষণ ও ডিসপোজাল না করায় এখানে নিয়োজিত ও দায়িত্বরত লোকজনের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে।