মিয়ানমার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর হুমকি
মিয়ানমারে গত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে সরকারকে হুমকি দেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া না হলে বাহিনীর পক্ষ থেকেই পদক্ষেপ নেওয়া হবে। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এই হুমকি দেন।
তবে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। যদিও বিশ্লেষকেরা এটাকে অভ্যুত্থানের হুমকির মতোই মনে করছেন।গত বছরের নভেম্বরে নির্বাচনে বিজয়ী হয় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু কিছু ডানপন্থি গ্রুপ ও সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। তারা ভোটে জালিয়াতি হয়েছে বলে দাবি করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হুমকি
- সেনাবাহিনী
- ভোট জালিয়াতি