কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বে আক্রান্ত দশ কোটি পেরোল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৭:০৮

বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি পেরিয়েছে। মঙ্গলবারই এই খবর জানিয়েছিল আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ওয়ার্ল্ডোমিটার্স। বুধবার যা নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্সও। এর মধ্যেই করোনায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে ব্রিটেনে। যার পরিপ্রেক্ষিতে অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর ‘একাধিক ভুল সিদ্ধান্তের’ দায় চাপিয়ে তাঁকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিরোধীদের পাশাপাশি বিজ্ঞানীদের একাংশও।

মঙ্গলবারের পর আমেরিকা, ব্রাজিল, ভারত এবং মেক্সিকোর পাশাপাশি মৃতের সংখ্যা লক্ষ ছাড়ানোর ক্ষেত্রে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রিটেন। সেই সূত্রে বিরোধী দল লেবার পার্টির দাবি, বিশেষজ্ঞদের কথা উপেক্ষা করে অতিমারি পরিস্থিতি মোকাবিলায় একের পর এক ‘মারাত্মক সব ভুল’ করে গিয়েছে বরিস সরকার। তাদের আরও দাবি, মার্চেই লকডাউন ঘোষণার উপদেশ দিলেও তা মানেনি সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও