পেঁয়াজের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
অনুকূল আবহাওয়া আর কঠোর পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয় ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জে। প্রতি বছরের মতো এবারো পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে মানিকগঞ্জের কৃষকরা। জেলার সাতটি উপজেলাতেই বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হয় পেঁয়াজের। তবে ঘিওর, হরিরামপুর, শিবালয় এবং সাটুরিয়া উপজেলায় পেঁয়াজের চাষ হয় সবচেয়ে বেশি।
ঘিওরসহ মানিকগঞ্জে চলতি বছরে মুড়ি কাটা পেঁয়াজের (সাগা) বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। পেঁয়াজ চাষিরা বলছেন, গত বছর উপজেলায় পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ এক হাজার ৮০০ থেকে চার হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এ বছর তা বিক্রি হচ্ছে এক হাজার টাকার নিচে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- বাম্পার ফলন
- দাম কম
- পেঁয়াজ চাষ