![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fbca17011-92b1-4dfd-a9fd-63b0515f4676%252F7686_3051868_updates.webp%3Frect%3D0%252C0%252C1200%252C630%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ঢাকায় শুরু করা আলিম দারের ‘ঘরে’ এই প্রথম
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ২২:৩১
ক্রিকেট দুনিয়ার অভিজ্ঞ আম্পায়ারদের একজন তিনি। অন্যতম সেরাও। কিন্তু পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ক্যারিয়ারে একটা অপূর্ণতা রয়েই গিয়েছিল। ক্রিকেটের দীর্ঘ সংস্করণে তিনি কখনোই ঘরের মাঠে দাঁড়ানোর সুযোগ পাননি। করোনা সেই সুযোগটি করে দিয়েছে তাঁকে।