![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/27/bloodhound_rocket-270121-01.jpg/ALTERNATES/w640/bloodhound_rocket-270121-01.JPG)
কোটি ডলারে রকেট গাড়ি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৭:২৫
গতির রেকর্ড ভাঙ্গার উদ্দেশ্যে বানানো রকেটচালিত গাড়ি ‘ব্লাডহাউন্ড’ বিক্রি হবে এক কোটি ১০ লাখ মার্কিন ডলারে। তাত্ত্বিকভাবে এই গাড়ির সর্বোচ্চ গতি হওয়ার কথা ঘন্টায় এক হাজার মাইল।