কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গঠন অনুযায়ী কীভাবে বাছবেন সঠিক ব্লাউজ? জরুরি কিছু তথ্য...

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৬:২৫

এই সময় জীবনযাপন ডেস্ক: চলছে বিয়েবাড়ি, অনুষ্ঠানের মরশুম। আর যে কোনও অনুষ্ঠানে এখন মেয়েরা বেশি শাড়িই পরেন। কিংবা লেহঙ্গা। ভারতীয় মেয়েদের যে শাড়িতেই সবচেয়ে বেশি ভালো লাগে এ কথা কে আর না জানে! তবে শাড়ি যেমন সুন্দর ভাবে পরতে হবে তেমনই ব্লাউজও সুন্দর হওয়া চাই। আজকাল ডিজাইনার ব্লাউজেরই চল বেশি। ব্লাউজের কাটেও এসেছে অনেক বদল। কিন্তু এটাও ঠিক যে সব রকমের ব্লাউজ সবাইকে মানায় না। কারোর কাঁধ চওড়া হয়, আবার কারোর চেহারার গড়ন একটু মোটার দিকে। কারোর মুখের আদল লম্বাট, কারোর গোলাকার। এই সবের উপরই কিন্তু নির্ভর করে ব্লাউজের কাট। আর তাই আপনার জন্য রইল ব্লাউডের গাইডলাইন। দেখে নিন কেমন টাইপ ব্লাউজ ভালো মানাবে আপনাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও