![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frochona-20210127155528.jpg)
সুন্দরবনে ভারতের পতাকা উড়ালেন নায়িকা রচনা ব্যানার্জি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৫
রচনা ব্যানার্জি। কলকাতার সিনেমার জনপ্রিয় নাম। নব্বই দশকে প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্তদের সঙ্গে জুটি বেঁধে পর্দা মাতিয়েছেন তিনি। কাজ করেছেন মিঠুন চক্রবর্তীর মতো মহাতারকার বিপরীতেও।
বাংলাদেশের নায়ক ফেরদৌসের জুটি হিসেবেও বেশ সমাদৃত ছিলেন রচনা। সুন্দর মুখশ্রী, গ্ল্যামার আর রোমান্টিক চরিত্রে তিনি ছিলেন অনন্যা। সাম্প্রতিককালে সিনেমায় নেই বললেই চলে।