![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fideal-20210127094838.jpg)
রাজধানী আইডিয়াল কলেজের পাঠদান অনুমোদন বাতিল হচ্ছে
রাজধানীর রামপুরায় অনুমোদন ছাড়াই প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি করাচ্ছে ‘রাজধানী আইডিয়াল কলেজ’। শুধু তাই নয়, কলেজের মধ্যে স্থায়ীভাবে বসবাস করছেন সাবেক একজন গভর্নিং কমিটির সদস্য। এছাড়া এক বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসের যাওয়ার কথা থাকলেও সেটি হয়নি, স্বীকৃতির নিয়মিত নবায়ন নেই।
ফলে এ কলেজের ভর্তি হওয়া শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়তে পারে এমন শঙ্কায় এ কলেজের পাঠদান বাতিল করতে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) এসব অনিয়মের ব্যাখ্যা লিখিতভাবে আগামী সাতদিনের মধ্যে দিতে অধ্যক্ষকে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনুমোদন
- বিশেষ পাঠদান
- আইডিয়াল কলেজ