![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F0dbabc28-0507-46c9-9399-f92110656788%252Fthumb.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
জে ডি ওয়ার্ড থেকে খোরশেদ আলম—এরপর কে?
১৮৬৪ থেকে ২০২১ সাল। জে ডি ওয়ার্ড থেকে খোরশেদ আলম সুজন। এরপর কে? ১৫৭ বছরের দীর্ঘ যাত্রা শেষে চট্টগ্রামবাসীর মনে এই প্রশ্ন? কে আসছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়ে। এ নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার শেষ নেই চট্টগ্রামবাসীর।
১৮৬৪ সালে চট্টগ্রাম শহরের উপযোগিতা অনুভব করে এর উন্নতির জন্য ব্রিটিশ সরকার চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি গঠন করে এর প্রশাসকের দায়িত্ব দেন তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জে ডি ওয়ার্ডকে। এখনো সরকার নির্বাচিত একজন প্রশাসক নিয়োজিত আছেন। উপনিবেশকালে যাত্রা শুরুর সময় প্রশাসক, আর স্বাধীন বাংলাদেশে প্রশাসক নিয়োগের প্রেক্ষাপট ও কারণের মধ্যে বিস্তর ফাঁরাক। এর মধ্যে কোনো কাকতালীয় যোগাসূত্র নেই। তবে সর্বশেষ প্রশাসকের হাত থেকে কোন প্রার্থী মেয়রের দায়িত্ব নেবেন, এই প্রশ্ন এখন মানুষের মনে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে