ভারত থেকে ৩০ লাখ টিকা নিচ্ছে সৌদি
ভারতের টিকা তৈরির প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট থেকে ৩০ লাখ ডোজ টিকা নিচ্ছে সৌদি আরব। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা 'কোভিশিল্ড' এর চালান এক সপ্তাহের মধ্যে ভারত থেকে সৌদি পৌঁছাবে।
সৌদিকে প্রতি ডোজ টিকা ৫.২৫ ডলারে (৪৫০ টাকা প্রায়) বিক্রি করছে সেরাম। অক্সফোর্ডের পক্ষ থেকে সেরাম সৌদিকে এই টিকা দেবে। সোমবার রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী।
তবে এখনই ইউরোপে টিকা সরবরাহের পরিকল্পনা নেই সেরাম ইন্সটিটিউটের। যদিও ইউরোপে টিকা সরবরাহের জন্য অ্যাস্ট্রাজেনেকার ওপর চাপ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। কারণ বেলজিয়ামের একটি টিকা উৎপাদন কারখানায় সমস্যার কারণে টিকার চালানে ব্যাঘাত ঘটেছে।