![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F88509640-af7f-479c-ba2b-d5b3850620b8%252Fspuse_1.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C567%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এই জীবনে যে কটি দিন পাব...
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ১০:৫১
জন্মদিন বা বিবাহবার্ষিকীর দিনটা ঘটা করে না কাটিয়ে নিজেরা একান্তে কাটাতে পছন্দ করেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার দম্পতি। গত ১৪ মার্চ ছিল তাঁদের দাম্পত্য জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার দিন। সেদিন ফেরদৌসী মজুমদার পরেছিলেন ৫০ বছর আগের একটা শাড়ি, যে শাড়ি বিয়ের দিন রামেন্দু মজুমদার তাঁকে কিনে দিয়েছিলেন ২৫০ টাকায়। রামেন্দু মজুমদারের কথায়, ‘আজ সকালে এই শাড়িটা পরে আমাকে চমকে দেয় ফেরদৌসী। খুব যত্ন করে এটা গুছিয়ে রেখেছিল।’