![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F26%2Fnoakhali-fire.jpg%3Fitok%3Dz3wlGlHu)
নোয়াখালীতে পুড়ল রাসায়নিকের গুদাম, বাড়ি
নোয়াখালীর চৌমুহনীর দক্ষিণ বাজারে গতকাল সোমবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি রাসায়নিকের গুদাম ও সাতটি বসতঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।