ঠান্ডা থাকলেও জাঁকিয়ে শীত উধাও, কলকাতায় সামান্য পারদ পতন
ঘন কুয়াশার চাদরে ঢাকা শহরের আকাশ। শীতের আমেজ বহাল থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা উধাও কলকাতায়। তবে বিভিন্ন জেলায় জোরালো ঠান্ডার আমেজ রয়েছে। সোমবারের তুলনায় এদিন সামান্য পারদ পতন হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’একদিনে শহরে তাপমাত্রার সামান্য হেরফের ঘটবে। তবে নতুন করে জাঁকিয়ে শীত আর হয়তো অনুভূত হবে না। কলকাতায় শীতের হাল্কা ভাব বজায় থাকলেও জেলায় জেলায় ঠান্ডার দাপট বহাল থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।