কট্টরপন্থার গ্রাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতি

ডয়েচ ভেল (জার্মানী) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৩৯

শাঁখা-পলা না পরলে ট্রোল, নবমীর দিন মাংস খাওয়ার কথা বললে গণমাধ্যমে গালিগালাজ৷ কট্টরপন্থীদের দাপট বাড়ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে৷

দিনকয়েক আগের ঘটনা, বাংলা টিভি সিরিয়ালের এক নবীন অভিনেত্রী বিয়ের পর এক পারিবারিক অনুষ্ঠানে নিজের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন৷ তিনি কেন হিন্দু ধর্মের রীতি মেনে শাঁখা-পলা পরেননি, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল করা হয় তাঁকে৷ শেষে তিনি স্টেটাস দিতে বাধ্য হন যে, শাঁখা-পলা নিয়ে কেউ জ্ঞান দেবেন না৷ জ্ঞানী হওয়ার থেকে তিনি গুণী হতেই বেশি পছন্দ করবেন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও