কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিচারকের বিরুদ্ধে বলায় পাকিস্তানি টিভি চ্যানেল বন্ধ

ইত্তেফাক পাকিস্তান প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৬

বিচারকের বিরুদ্ধে বলতে গিয়ে বিপাকে পাকিস্তানে একটি নিউজ চ্যানেলের উপস্থাপক। বিচারকদের অবমাননা ও অপমানের অভিযোগে চ্যানেলটিকে ৩০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মিডিয়া মনিটরিং অর্গানাইজেশন এই পদক্ষেপ নিয়েছে। যে চ্যানেলটিকে এই শাস্তি দেওয়া হয়েছে সেটির নাম বল টিভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, চ্যানেলটি ৩০ দিনের জন্য বন্ধ করা হয়েছে আবার সঙ্গে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে চ্যানেলের লাইসেন্সও বাতিল করা হয়েছে। বল টিভি অ্যাঙ্কর সামি ইব্রাহিমের বিরুদ্ধে লাহোর হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য অবমাননাকর কথা এবং বিচারকদের বিরুদ্ধে বক্তব্য বলার অভিযোগ এনেছে। ১৩ জানুয়ারি এই প্রোগ্রামটি করেছিল সামি ইব্রাহিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও