ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে
রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলা থেকে কারা উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত ) পার্থ গোপাল বণিকের অব্যাহতি চেয়ে করা আবেদন (রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার জামিন চেয়ে করা আবেদনটিও খারিজ করে দেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে দুদকের মামলা চলতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে