ভারতে যে কোনো জায়গায় বসেই ভোট দেয়া যাবে
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাবি, আগামী দিনে দেশের যে কোনো প্রান্তে বসেই নিজের বুথে গিয়ে ভোট দেওয়ারও প্রয়োজন হবে না। ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ। আইআইটি মাদ্রাজের গবেষকরা নতুন এই প্রকল্পে কাজ করছেন।
২৫ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস। দিনটিকে ভারতে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। সোমবার সকালে সেই উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত তিনি। তারই মধ্যে তিনি জানান, দ্রুত রিমোট ভোটিংয়ের ব্যবস্থা করা হবে। কিছুদিনের মধ্যেই এর মহড়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।