![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F6c2b99d7-4ec5-4111-8fca-ec0a0d483382%252F083228_DH0768_20210123_DJI_0673.jpg%3Frect%3D0%252C146%252C2047%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
করোনায় চাঙা ফ্ল্যাটের ব্যবসা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১০:৫৭
করোনার শুরুর দিকের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে আবাসন খাত। কেনার জন্য ফ্ল্যাটের খোঁজখবর করছেন এখন ক্রেতারা। বিক্রির গ্রাফও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। গত বছরের শেষ ছয় মাসে আবাসন প্রতিষ্ঠানগুলো যে ব্যবসা করেছে, তা ২০১৯ সালের একই সময়ের চেয়ে ১০-১৫ শতাংশ বেশি।
আবাসন খাতের ব্যবসায়ীরা বলেছেন, গত বছর ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কিছুটা কমানো হয়। চলতি অর্থবছরের বাজেটে আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা (অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ দেয় সরকার। ব্যাংকঋণের সুদের হারও কমেছে। প্রবাসীরাও বিনিয়োগ করছেন। সব মিলিয়ে তাই ফ্ল্যাট বিক্রি বেড়েছে। প্লটের বিক্রিও মন্দ নয়।