করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬৭ বছর বয়সী লোপেজ ওব্রাডর টুইটারে জানান, তার লক্ষণগুলো মৃদু এবং রোগ নির্ণয়ের ব্যাপারে তিনি ‘আশাবাদী’ ছিলেন। খবর বিবিসির।
মেক্সিকোতে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যেই প্রেসিডেন্টের আক্রান্তের খবর এলো। দেশটিতে প্রায় দেড় লাখ মানুষ করোনায় মারা গেছে।
লোপেজ ওব্রাডর বলেন, তিনি বাসা থেকে কাজ করা চালিয়ে যাবেন। এছাড়া রাশিয়ার ভ্যাকসিন পেতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। রবিবার ওব্রাডর জানান, দুই দেশের শীর্ষ দুই নেতার মধ্যে সোমবার কথোপকথন হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্পুটনিক ভি ভ্যাকসিনের সরবরাহ সম্পর্কে এই আলাপ হবে বলে জানান তিনি।