কলকাতায় ফিকে শীতের আমেজ, একধাক্কায় পারদ চড়ল ৪ ডিগ্রি

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ০৯:০০

ফের কলকাতায় উবে গেল কনকনে ঠান্ডার আমেজ। গত সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরশ গায়ে মেখেছিল কলকাতা-সহ গোটা রাজ্য। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে রবিবারও মালুম হয়েছে ঠান্ডার আমেজ। তবে, সপ্তাহের প্রথম দিনই একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকেই কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহরের আকাশ।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জাঁকিয়ে শীতের এই সুখ খুব একটা স্থায়ী হবে না। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ থেকে ধীরে ধীরে বাড়বে শহরের তাপমাত্রা।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে ঠান্ডা দাপট দেখালেও, কয়েকদিন বাদেই তা ফিকে হয়ে যায়। এমনকী, জানুয়ারির মাঝ সপ্তাহে একেবারে উবে গিয়েছিল শীতের আমেজ। এরপর, শীত খানিকটা কামব্যাকের চেষ্টা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ব্রাত্যই থেকে গিয়েছে শীতপ্রেমীদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও