You have reached your daily news limit

Please log in to continue


দল থেকে বহিষ্কার ওলি

নেপালের ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়েছে প্রধানমন্ত্রী কে পি ওলিকে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান কে পি ওলি বনাম দলের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থা নেপালে। দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ঠিক করে কাজ করতে দেয়া হচ্ছে না- ইত্যাদি অভিযোগ হেনে পার্লামেন্ট ভবন ভেঙে দেন ওলি। নতুন করে জনমত নেয়া হবে জানান তিনি। জানিয়ে দেয়া হয় দু'দফায় নির্বাচন হবে দেশে। প্রচন্ডকে এক ঘরে করবেন বলে কেন্দ্রীয় কমিটিতে নিজের পছন্দের লোক ঢোকাতে শুরু করেন ওলি। এবার পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি ওলিকে এনসিপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। হিমালায়ন টাইমসের খবরে দাবি করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী ওলিকে তার গৃহীত পদক্ষেপের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিল এনসিপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন