কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১০:৪০

ভারতে মাত্র এক সপ্তাহে পেট্রল ও ডিজেলের দাম চারবার বেড়েছে। দেশটিতে গতকাল শনিবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। এতেই ভারতে পণ্য দুটি এখন সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। জ্বালানি তেল বাজারজাতকারী কোম্পানিগুলো দাম বৃদ্ধির এই তথ্য জানিয়েছে।

পেট্রলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা করে বৃদ্ধি পাওয়ায় এখন পণ্যটি ভারতের রাজধানী দিল্লিতে ৮৫ দশমিক ৭০ রুপি ও মুম্বাই শহরে ৯২ দশমিক ২৮ রুপিতে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি লিটার ডিজেল দিল্লিতে ৭৫ দশমিক ৮৮ রুপি ও মুম্বাইয়ে ৮২ দশমিক ৬৬ রুপিতে বিক্রি হচ্ছে। এ নিয়ে ভারতে টানা দুই দিন ও এক সপ্তাহে চতুর্থ দিনের মতো পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। আর সাপ্তাহিক হিসাবে লিটারপ্রতি দাম বাড়ল এক রুপি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও