You have reached your daily news limit

Please log in to continue


আনুগত্য আর অনিয়মে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম আর দুর্নীতির খবরে চাউর দেশের সংবাদপত্র। প্রথম আলোসহ দেশের অন্যান্য খবরের কাগজে বড় বড় হরফে সেসব অনিয়মের নিত্যনতুন সংবাদ। একটির রেশ না কাটতেই আসে আরেকটি সংবাদ। চাঞ্চল্যকর এসব খবরের কিছু শিরোনামে লেখা—১. ভিসির মেয়ে ও জামাতাকে নিয়োগ দিতেই নীতিমালা বদল, ২. বিস্তর অভিযোগ তবু তদন্ত কমিটির বিরোধিতায় উপাচার্য, ৩. বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটাই প্রার্থীর বড় যোগ্যতা, ৪. কাছের মানুষদের শিক্ষক বানাতে উপাচার্যের যত আয়োজন, ৫. নিয়োগ আটকাতে স্বর্ণপদক পাওয়া প্রার্থীকে অপহরণ, ৬. অনুগতদের নিয়োগ দিতেই অনিয়ম, ৭. তিন শিক্ষক নিয়োগ বহু প্রশ্ন, ইত্যাদি। এসব অনিয়মের ফলাফল কী? শিক্ষার মানের অবনমন। মূল্যায়ন সূচকে যাচ্ছে তলানিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন