![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2016%2F03%2F28%2Fad7f9ed897ab18aee62c0d3547a325d1-56f916f3cd6b4.jpg%3Fjadewits_media_id%3D79087)
রেললাইনে কাজের সময় নিজ ট্রলিতে চালক নিহত
নির্মাণাধীন মোংলা-খুলনা রেললাইনে কাজ করার সময় দুর্ঘটনায় আবদুল্লাহ সরদার (২৭) নামে এক ট্রলিচালক মারা গেছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাগেরহাটের ইপিজেড এলাকায় রেল লাইন সংযোগ স্থাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আবদুল্লাহ সরদার রেল লাইন সংযোগ কাজে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন গ্রুপে ট্রলিচালক হিসেবে কর্মরত ছিলেন।