কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুৎ ভবনের বাইরে বিক্ষোভ হটিয়ে গ্রেফতার ৪১ জনকে

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৫:৩১

স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শুক্রবার সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক কর্মী ঐক্য মঞ্চের সদস্যেরা। তার জেরে বিদ্যুৎ ভবনের ভিতরে আটকে পড়েন বহু কর্মী থেকে আধিকারিক। বাদ পড়েননি মহিলা কর্মচারীরাও। রাতে তাঁদের অফিস থেকে বাইরে বার করে নিয়ে যাওয়ার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ৪১ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার বিধাননগর আদালত থেকে জামিনে মুক্তি পান ধৃতেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছে তাঁদের। পুলিশের লাঠির ঘায়ে একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। তাঁদের কয়েক জন হাসপাতালেও ভর্তি। যদিও লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও