
দুই মেয়ে আর দুই ছেলেকে নিয়ে নদীতে নৌকায় করে ভিক্ষা করেন ফাতেমা খাতুন। সন্তানদের দেখিয়ে এভাবে ভিক্ষা করে প্রতিদিন তাঁর আয় তিন থেকে চার হাজার টাকা। অনেক সময় মার্কিন ডলারসহ বিদেশি মুদ্রাও হাতে পড়ে। এই ফাতিমা খাতুনের ভিক্ষা আদায়ের লক্ষ্য শুধুমাত্র বিশ্বঐতিহ্যের অন্তর্ভুক্ত সুন্দরবন দেখতে আসা দেশিবিদেশি পর্যটকেরা। মংলা বন্দর পার হয়ে খুলনা জেলার অন্তর্গত সুন্দরবনের করমজল ফরেস্ট অফিস। খুলনা থেকে সুন্দরবনের সৌন্দর্য দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের নৌযান যখন পশুর নদীর মধ্যে নোঙর করে তখন দূর থেকেই নৌকায় ভিক্ষার জন্য হাত পেতে চিৎকার করতে থাকে ফাতেমা। বড় নৌযান থেকে ছোট ডিঙি নৌকায় ওঠার সময় ফাতেমা আর তাঁর সন্ত
- ট্যাগ:
- বাংলাদেশ