মুজিববর্ষে স্বপ্নের ঠিকানায় আখাউড়ার ৪৫ গৃহহীন পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৪৫টি পরিবারের হাতে বাড়ির দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ওইসব উপকারভোগীদের হাতে বাড়ির দলিলপত্র হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ ভূমিহীন পরিবারের লোকজন অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.