নাতাশা–বরুণের বিয়ের দাওয়াত পাননি বচ্চন ও কাপুর পরিবার
সাত পাকে বাঁধা পড়ছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। নাতাশা-বরুণের দীর্ঘদিনের প্রেম। তাঁদের বিয়ে নিয়ে প্রতিনিয়ত নানা রকম খবর ঘুরছে বলিউডে। যদিও ধাওয়ান পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। বরুণের বাবা নামকরা পরিচালক ডেভিড ধাওয়ান চাননি, এই বিয়ে নিয়ে কোনো বাড়াবাড়ি হোক। তাই ছেলেকে অনুরোধ করেছেন, বিয়ের বিষয়টা গোপন থাকুক।
ধাওয়ান ও দালাল পরিবার আজ সকালেই আলিবাগের উদ্দেশে রওনা হয়েছে। সেখানকার এক অভিজাত অবকাশযাপন কেন্দ্রে বসবে বিয়ের আসর। এই বিয়েতে আসবেন বলিউড তারকারাও। কিন্তু এ মুহূর্তের চাঞ্চল্যকর খবর হচ্ছে, বচ্চন এবং কাপুর পরিবারের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। এমনকি ডেভিড ধাওয়ানের কাছের বন্ধু অভিনেতা গোবিন্দর নামও নেই সেখানে। এর কারণ নাকি করোনা। করোনার কথা মাথায় রেখে অতিথি তালিকা ছোট করেছে ধাওয়ান পরিবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.