পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের লাল টিনের ঘর। বিনামূল্যে প্রদানকৃত দুই শতক জমির উপর নির্মিত ঘরটি আধুনিক ডিজাইন সম্পন্ন সেমিপাকা। প্রতিটি ঘরে রয়েছে দুটো বেডরুম, একটি রান্না ঘর, একটি বাথরুম এবং প্রশস্ত বারান্দা। ঘরের উপর লাগানো হয়েছে উন্নতমানের রঙ্গীন টিন।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল হাতে পেয়ে খুশি ও আনন্দিত। তারা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.