![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fquarantine-20210123162515.jpg)
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা ৭০০ ছাড়াল
সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা সাতশ ছাড়িয়েছে। ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯টি ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট চার হাজার ৮৬৪ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ৩৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
৩৮ জনের মধ্যে ৩৫ জন যুক্তরাজ্যফেরত ও অপর তিনজন মেয়াদোত্তীর্ণ করোনা নেগেটিভ সনদ নিয়ে আসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এ নিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্যফেরত কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৭১৪ জনে।