![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhand-writting-1-20210123145956.jpg)
দেশে প্রথমবারের মতো বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন
'হাতের লেখা দিবসের অঙ্গীকার লেখা হোক সুন্দর ও পরিষ্কার' প্রতিপাদ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও 'বিশ্ব হাতের লেখা দিবস' উদযাপন করা হয়েছে। দিবসটি ১৯৭৭ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে এবারই প্রথম বাংলাদেশে দিবসটি উদযাপন করা হলো।
আজ শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে 'হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' এর ব্যানারে এ দিবসটি পালন করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাতের লেখা