সড়কে আহত হওয়ার চার দিন পর মারা গেলেন সাতকানিয়ার আমিন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চার দিন চিকিৎসা নিয়ে মারা গেলেন সাতকানিয়ার যুবক আমিনুল হক (২৮)। গতকাল শুক্রবার রাত আনুমানিক দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা আমিনকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, গত সোমবার রাত আনুমানিক ১০টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা ও গাছভর্তি ট্রলির সংঘর্ষে আমিন ছাড়াও অপর এক যুবক আহত হন।