বিপন্ন পাখি শিকারে পাকিস্তানের বিশেষ অনুমতি
বিপন্ন পাখি শিকারের জন্য বিশেষ অনুমতি দিলো পাকিস্তান। বিশেষ এই অনুমতির ভিত্তিতেই হোবারা পাখি শিকার করতে পাকিস্তান সফরে এসেছেন বাহারাইনের রাজা হামাদ বিন ঈসা বিন সালমান আল খলিফা এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হোবারা বাস্টার্ড পাখি শিকার করতে বেলোচিস্তানে আসবেন তারা। ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে ব্যক্তিগত সফরে থাকবেন গলফের এই দুই নেতা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নির্দেশনা
- পাখি শিকারি