কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নদী নিয়ে টানাহেঁচড়া, হালদাও বাদ যাচ্ছে না

প্রথম আলো ফুলবাড়িয়া প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ১২:০৮

এক.খবর এসেছে, ঢাকার বংশী নদীকে ছাইচাপা দিয়ে মারার চেষ্টা চলছে। এর আগে খবর ছিল, ঢাকার সাভারের ফুলবাড়িয়া থেকে নামাবাজার হয়ে নয়ারহাট পর্যন্ত বংশী নদী দখল আর ভরাটে জেরবার। নদীর তীরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ স্থাপনা। জেলা প্রশাসন উচ্ছেদ নথি তৈরি করেছে, কিন্তু হাকিম-হুকুম কেউই নড়ছে না।

বংশীর ধামরাই অংশে কেলিয়া মোড়ের (হীরারবাগ) কাছে প্রতিদিন টন টন ছাই ফেলছে নদীর পাড় ঘেঁষে গজিয়ে ওঠা চালকলগুলো।ধামরাইয়ের আইংগন ছেড়ে কালামপুরের দিকে গেলে কেলিয়ার মোড় (যেখানে বংশী নদী বাঁক নিয়েছে সোম্ভাগের দিকে) সেখানে নদীকে প্রায় গলা টিপে মেরে ফেলার অবস্থা। আবার ধামরাইয়ের শরিফবাগ ব্রিজের নিচে একই চিত্র ক্রমশ বিকশিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও