কম্বল ছাড়াই রাত কাটছে স্টেশনের অর্ধশতাধিক ভিক্ষুক-গৃহহীনের
রাজশাহীজুড়ে কয়েকদিন ধরে আচমকা উত্তরের বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন। এমনই এক বৈরী পরিবেশে সারিবেঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অর্ধশত গৃহহীন ফকির-মিসকিন।
দিনশেষে স্টেশনের খোলা আকাশই যেন তাদের শেষ আশ্রয়স্থল। তীব্র শীতেও স্টেশনের ভেতরে মেলে না স্থান। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী স্টেশনের সামনে বাইক ও মাইক্রোস্ট্যান্ডে সারিবদ্ধ হয়ে প্লাস্টিকের চট ও পুরোনো জীর্ণশীর্ণ কিছু কাপড় জড়িয়ে শুয়ে থাকতে দেখা যায় প্রায় অর্ধশতাধিক ভিক্ষুক ও গৃহহীন মানুষকে।