করোনায় চুল সব পড়ে যাচ্ছে? সমাধানে কি করবেন
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ০৯:৫১
                        
                    
                 ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, চর্ম, যৌন রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মাথার চুল পড়ে গিয়ে আবার গজানো—এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে চিন্তার বিষয় তখনই, যখন চুল পড়ার চেয়ে গজানোর হার কমে যায়। 
তবে কভিড-১৯ সংক্রমণ পরবর্তী সময়ে চুল পড়তে পারে বলে জানাচ্ছে নতুন গবেষণা। বিশেষত বহুদিন করোনাভাইরাসে আক্রান্ত থাকলে চুল পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অব মেডিসিনের সাম্প্রতিক সময়ের একটি সমীক্ষা বলছে, প্রথম ২৫টি উপসর্গের মধ্যে রয়েছে চুল পড়ে যাওয়া।