পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতি আবার জানাল বাংলাদেশ
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ০৯:২৭
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি পূর্ণ ও দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার জাতিসংঘের বেশ কিছু সদস্যরাষ্ট্র আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রতিশ্রুতির কথা জানান বিশ্ব সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করার ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপন করতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে ২০২০ সালের ২৪ অক্টোবর ৫০তম অনুসমর্থনকারী দেশ হিসেবে হন্ডুরাস দলিল জমা দেয়। এর ৯০ দিন পর গতকাল ২২ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।