অন্ধকারে আশার আলো অক্সফোর্ডের করোনা টিকা
এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে আতঙ্কিত দেশের মানুষের কাছে ‘অন্ধকারে আশার আলো’ হয়ে এসেছে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিন। পরিবহন খরচসহ প্রতিডোজ পাঁচ ডলারে কেনা টিকায় দেশের লাখো কোটি মানুষের প্রাণ রক্ষা হবে এমন প্রত্যাশা নিয়ে খুব সহসাই রাজধানীসহ সারাদেশে টিকাদান কার্য়ক্রম শুরু হবে।
দেশে করোনার টিকা কবে আসবে, কোন দেশের (চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, বাংলাদেশ) উৎপাদিত টিকা আসবে, আদৌ আসবে কিনা ইত্যাদি নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে সিরামের উৎপাদিত ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকায় এসে পৌঁছায়।