![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fb79df880-89ca-49ee-85e1-69c3fd038928%252Froad_accident_02.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আখবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই খালাতো ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মহেশপুর এলাকায় ফুলবাড়ী-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন এক তরুণ।
মারা যাওয়া দুজন হলেন ফুলবাড়ী পৌর শহরের কাটিহারধর এলাকার নির্মল গুপ্তের ছেলে প্রিতম গুপ্ত (২৬) ও একই এলাকার অশোক গুপ্তের ছেলে শুভজিত গুপ্ত ওরফে সুপ্রিয় (১৮)। তাঁরা দুজন খালাতো ভাই। প্রিতম গুপ্ত কুড়িগ্রাম জেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলেন।