বেলুকা বেগম (৫৫)। জীবনের মানে বোঝার আগেই বাঁধেন সংসার। বাবার কষ্টের সংসার থেকে চলে আসেন স্বামীর সংসারে। সুখ ও ঠাঁই দুটোই হবে, এমন স্বপ্ন ছিল শুরুতে। স্বামী, সংসার ও সন্তান লালনপালন—এসব কিছু বোঝার আগেই কোলজুড়ে একে একে আসে দুই সন্তান। তারপরও মনে জোর ছিল, স্বামী পাশে থাকলে সবই সামলে নেবেন।
তা আর হলো কই? কুকুরের কামড়ে মারা গেলেন স্বামী। বেলুকার জীবন হয়ে যায় দুর্বিষহ। একদিকে উপকূলীয় এলাকায় সিডর, আইলা, আম্ফানসহ নানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করেই জীবন যাপন করতে হয়; তার ওপর নেই ভিটেমাটি, মাথা গোঁজার ঠাঁই। নেই উপার্জনক্ষম কোনো পুরুষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.