![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F01%252F11%252Fc4b26bbbbeedf153b3c51b40f3ffc87c-5e196004ad617.jpg%3Frect%3D0%252C36%252C706%252C371%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সুন্দরবনে বাঘে ধরে নিয়ে গেছে দুজনকে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে দুই জেলেকে বাঘে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত ওই দুই জেলের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ওই দুই জেলের সহযোগী একজন নিখোঁজ আছেন।
বাঘে ধরে নিয়ে যাওয়া দুজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনো মিস্ত্রি নামে এক ব্যক্তির ছেলে মিজানুর রহমান (৪০)। এ ঘটনায় নিখোঁজ অন্যজন হলেন আবু মুসা (৪১)। তিনি জয়াখালি গ্রামের সাত্তারের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- জেলে
- বাঘের আক্রমণ