করোনাভাইরাস: ওষুধে নার্সিং হোমে সংক্রমণ প্রতিরোধের দাবি
নার্সিং হোমে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অপ্রচলিত একটি গবেষণায় সফলতা পাওয়ার দাবি করেছে মার্কিন ওষুধনির্মাতা প্রতিষ্ঠান এলাই লিলি। বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এলাই লিলি বলছে, তাদের মনোক্লোনাল অ্যান্টিবডিসমৃদ্ধ ওষুধ ‘বামলানিভিমাব’ ভাইরাসের সংস্পর্শে আসা নার্সিং হোমের কর্মী ও বাসিন্দাদের উপসর্গজনিত সংক্রমণ প্রতিরোধে সফলতার প্রমাণ দিয়েছে। এটি দুর্বল বয়স্ক ব্যক্তি যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, তাদেরও সুরক্ষা দিতে পারে।