ঘরগুলো একেকটি পরিবারের স্বপ্ন
ঢাকার ধামরাইয়ের তেঁতুলিয়া গ্রামের ভূমিহীন আবু সাঈদ আগে বালুঘাটে কাজ করতেন। তখন তিনি থাকতেন স্ত্রী জহুরা বেগমসহ সন্তানদের নিয়ে একটি ভাড়া ঘরে। মেয়ে দুটির বিয়ে হয়েছে। ছেলে বালুর জাহাজে কাজ করেন। আবু সাঈদ এখন উপজেলার বিজয়নগরে একটি বাসায় দারোয়ানের কাজ করেন। সেখানেই স্ত্রীকে নিয়ে একটি কক্ষে থাকেন তিনি।
তবে এবার তাঁদের নিজের ঘর না থাকার দুঃখ ঘুচতে যাচ্ছে। সরকারি উদ্যোগে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় তাঁদের জন্য আধা পাকা ঘর তৈরি হচ্ছে। দুটি কক্ষ ছাড়াও সেই ঘরের সামনে থাকছে বারান্দা, পেছনে রান্নাঘর, টয়লেট, ছোট আরেকটি জায়গা। ঘরের ২ শতাংশ জমিও তাঁদের নামে লিখে দেওয়া হয়েছে (বন্দোবস্ত)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবার
- স্বপ্ন যাত্রা
- ঘরবাড়ি
- মুজিব বর্ষ