![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/01/22/123652Dithi_khatun_kk.jpg)
আলোচনায় তৃতীয় লিঙ্গের কাউন্সিলর প্রার্থী দিথী খাতুন
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী দিথী খাতুনের নাম ছড়িয়ে পড়েছে সবখানে। তৃতীয় লিঙ্গের এই প্রার্থীকে ঘিরে আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে ভোটারদের এক ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল দেখা দিয়েছে। গত বারের ন্যায় এবারের নির্বাচনেও কলারোয়া পৌরসভাসহ সকলের দৃষ্টি কেড়েছে পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দিথী খাতুন। গণমাধ্যমের কল্যাণে কাউন্সিলর প্রার্থী দিথী এখন সবখানেই পরিচিত মুখ। আলোচিত প্রার্থীও।