পাটুরিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ডেইলি বাংলাদেশ পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১২:০৫

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ২টা থেকে বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১১টায় এ ফেরি চলাচল শুরু হয়। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া শাহ আলীসহ ছয়টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। নৌ-রুটে রাত ২টার পর কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও