ঘরোয়া অনুষ্ঠানে শুভেন্দুর সঙ্গে রুদ্রনীল, উপস্থিত তৃণমূলের একাধিক হেভিওয়েট! কারা তাঁরা?
নিছকই জন্মদিনের পার্টি। কিন্তু তা নিয়েও জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। কারণ আমন্ত্রিতদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। আর অপরদিকে আমন্ত্রিত রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া ও হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। আর সেই পার্টির কথাই খোলসা করে দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেইসঙ্গে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভবনাও কয়েকগুণ বাড়িয়ে দিলেন রুদ্রনীল।
একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল জানান, 'বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি জন্মদিনের পার্টিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার দেখা হয়েছে। শুভেন্দু বাবু আমার খুব পছন্দের মানুষ। তাঁর কাজের ধরন আমার খুব পছন্দের। দেখা হওয়ার পর শুভেন্দু বাবুই আমায় বলেন, রুদ্রনীল দা তাড়াতাড়ি বিজেপিতে আসুন।' তাহলে আপনি কি বিজেপিতে যাচ্ছেন? রুদ্রনীলের জবাব, 'আমি মানুষের জন্য আরও বড়ভাবে কাজ করতে চাই। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।' নিশ্চিত ভাবে না বললেও রুদ্রনীলের পরবর্তী গন্তব্য যে গেরুয়া শিবিরই, তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের।